Home Blog Page 3

নেত্রীর ঠিকানায় পৌঁছে যাক পাহাড়ের দহন-আর্তনাদ, প্রত্যাশা-ভালোবাসা!

0

পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা, কর্ণফুলী শত শত নদীবিধৌত উর্বর এক ভাটিঅঞ্চল, পলি ও পল্লী এবং পল্লীজনের চিরায়ত নীড়ের নিরাপদ এক ঠিকানা, সবুজাব মায়ায় আবৃত এক বদ্বীপ, আবহমানকালের সমৃদ্ধ ঐতিহ্য ও বৈচিত্রময় সংস্কৃতির এক গৌরবজ্জ্বল জনপদ “বঙ্গ”। একদা সম্পদশালী ভুখন্ড- “বঙ্গ” যুগে যুগে ভিনদেশী আক্রমণ, আগ্রাসন ও রোষের শিকার হয়েছে। নানাভাবে তার ভাবগত ঐতিহ্য ও বস্তুগত সম্পদকে করা হয়েছে হরণ-লুন্ঠন-দমন। বিভিন্ন সময়ে নানান আঘাতে-আগ্রাসনে তার ভৌগলিক মানচিত্রও হয়েছে ক্ষত-বিক্ষত। পৌণপুনিক ভৌগলিক  হ্রাস-বৃদ্ধির ঐতিহাসিক নানান সমীকরণের সাথে সাথে তাই তার ইতিহাস ক্রমেই হয়ে উঠেছে উপনিবেশিক আগ্রাসন-নিষ্পেষণ-বঞ্চনা-উপেক্ষা আর শোষণে যুগে যুগে পিষ্ট হতে থাকা নিম্নবর্গের মানুষের বেঁচে থাকার নিরন্তর লড়াই ও প্রতিরোধ সংগ্রামের ইতিহাস। এমনিভাবেই এতদঅঞ্চলের যুগ যুগ ধরে শোষিত, নিপীড়িত এবং বঞ্চিত মানুষের আত্মমর্যাদা প্রতিষ্ঠার দুর্নিবার আকাঙ্খায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত ৫৬ হাজার বর্গমাইলের এক বহুল কাঙ্খিত সার্বভৌমত্ব “বাংলাদেশ”।

হাজার বছরের আবহমান ঐতিহ্য ও সংস্কৃতির উত্তরাধিকারে বাংলাদেশ আধুনিককালে অপার এক সম্ভাবনার রাষ্ট্র। ১৬ কোটি মানুষের ঠিকানা অপার সম্ভাবনার এই রাষ্ট্রে ঐতিহাসিককাল থেকেই পরম্পরা সহাবস্থান নিয়ে বিকশিত হতে চেয়েছে বহু ভাষা ও সংস্কৃতি। আধুনিক বিশ্বের অনেক জাতিরাষ্ট্রের মত নানান বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশকেও তাই অভিহিত করা যেতে পারে বহু জাতি, বহু ভাষা ও বহু সংস্কৃতির মেলবন্ধনে বর্ণিল বহুত্ববাদিতার এক অপূর্ব দৃষ্টান্ত হিসেবে। এদেশে বাংলা ভাষাভাষী বাঙালি জাতি ছাড়াও স্মরণাতীতকাল থেকে সাঁওতাল, মুন্ডা, হাজং, গারো, মণিপুরী, কোচ, ওঁরাও, মারমা, ত্রিপুরা, চাকমা, রাখাইন, খেয়াং, বম, পাংখোয়া, চাক, ম্রো প্রভৃতি ছোট ছোট জাতিসমূহ বসবাস করে আসছে। বিশেষত, দেশের দক্ষিণ-পূর্বে অবস্থিত পার্বত্য চট্টগ্রাম ঐতিহাসিককাল থেকেই স্বতন্ত্র বৈশিষ্ঠ্যমন্ডিত ছোট ছোট বিভিন্ন জাতির আবাসস্থল। এতদ অঞ্চলের ভৌগলিক, রাজনৈতিক, প্রশাসনিক, সাংস্কৃতিক ও আবহমানকালের সামাজিক বিবর্তনের প্রেক্ষাপট এবং বিকাশের গতি ও ইতিহাস বাংলাদেশের মূল ভূখন্ডের সামগ্রিক বিবর্তন ও বিকাশের ইতিহাস, গতি এবং বৈশিষ্ঠ্য থেকে বহুদিক দিয়েই ভিন্ন ও স্বতন্ত্র।

ঐতিহাসিককাল থেকেই পার্বত্য চট্টগ্রামে বসবাস করছে পাংখো, খুমী, লুসাই, ম্রো, মারমা, তঞ্চঙ্গ্যা, বম, খেয়াং, চাক, ত্রিপুরা, চাকমা প্রভৃতি ছোট ছোট জাতিসমূহ যাদের রয়েছে নিজস্ব ইতিহাস-ঐতিহ্য, কৃষ্টি-সংস্কৃতি, ভাষা-ধর্ম, সামাজিক প্রথা ও রীতিনীতি। পার্বত্য চট্টগ্রাম ঐতিহাসিকককাল থেকেই এই ১১টি ছোট ছোট জাতির আবাসস্থল। এছাড়াও ব্রিটিশআমল থেকে কিছু অহমিয়া বা আসাম, গুর্খা এবং সাঁওতাল বসতির সন্ধানও পাওয়া যায় পার্বত্য চট্টগ্রামে। তাদরেকে হিসেবে ধরলে বর্তমানে পার্বত্য চট্টগ্রামে ১৪টি আদিবাসী জাতির বসবাস রয়েছে। বৈচিত্রময় ভাষা-সংস্কৃতিতে সমৃদ্ধ এসব জাতিসমূহের মধ্যে বলিষ্ঠ সামাজিক মূল্যবোধ এবং প্রথাভিত্তিক নিজস্ব আইন-কানুনও প্রচলিত রয়েছে।

ব্রিটিশের দীর্ঘদিনের শোষণ, পাকিস্তান সরকারের বিমাতাসুলভ আচরণ এবং বঞ্চনা থেকে মুক্ত হয়ে নতুন দিনের উদার গণতান্ত্রিক রাষ্ট্রের আকাঙ্খা নিয়ে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত সদ্য স্বাধীন সার্বভৌম বাংলাদেশের বিনির্মাণ প্রকিয়ায় পার্বত্য অঞ্চলের মানুষও সমান অধিকার ও সুযোগ লাভ করবে, তাদের আত্মমর্যাদা, আত্মপরিচয় ও আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠা পাবে এমনটাই ছিল পার্বত্য জনপদের আপামর সাধারণ মানুষের প্রত্যাশা। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপরই ১৯৭২ সালের ১৫ই ফেব্রুয়ারি পার্বত্য অঞ্চলের জনগণের পক্ষে তৎকালীন গণপরিষদ সদস্য মানবেন্দ্র নারায়ণ লারমার নেতৃত্বে সেখানকার একদল নেতৃস্থানীয় রাজনৈতিক প্রতিনিধিদল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে সাক্ষাৎ করেন এবং ৪ দফা সম্বলিত একটি রাজনৈতিক দাবী পেশ করেন।

১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর স্বাধীন বাংলাদেশের গণপরিষদের প্রথম স্পীকার মনোনীত হন শাহ আব্দুল হামিদ। গণপরিষদ অধিবেশনের দ্বিতীয় দিন ১৯৭২ সালের ১১ই এপ্রিল ড: কামাল হোসেনের নেতৃত্বে ৩৪ সদস্য বিশিষ্ট সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়। এই কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় ১৯৭২ সালের ১৭ই এপ্রিল। পার্বত্য চট্টগ্রামের জনগণের পক্ষে বঙ্গবন্ধুর নিকট উপস্থাপিত ঐতিহাসিক ৪ দফা দাবীনামা পুনরায় বিস্তারিত ব্যাখ্যা করে সংবিধান প্রণয়নের জন্য প্রণীত এই কমিটির নিকট ১৯৭২ সালের ২৪ এপ্রিল আনুষ্ঠানিকভাবে স্মারকলিপি প্রদান করে নতুনভাবে পেশ করা হয়।

১৯৭৫ সালের ১৫ই আগস্ট এদেশের ইতিহাসে নেমে আসে ভয়াভহতম কালো রাত্রি। বাংলা, বাংলাভাষা, বাঙালি জাতি, বাংলাদেশ তথা এই ভূখন্ডের অপরাপর মেহনতি মানুষ ও নিম্নবর্গের অধিকার প্রতিষ্ঠায় যিনি আজীবন সংগ্রাম করে গেছেন, চরম আত্মত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন, এদেশের স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের উপর ইতিহাসের জঘন্য ও নৃশংসশতম হত্যাকান্ড পরিচালিত হয়। বাংলাদেশের বুকে নেমে আসা এই নিকষ কালোরাত্রির পরপরই বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে দ্রুত পট-পরিবর্তন হতে থাকে। অন্যদিকে, পরিবর্তীত রাজনৈতিক পটভূমিতে মানবেন্দ্র নারায়ণ লারমার নেতৃত্বে পাহাড়ের জনগণের নিয়মতান্ত্রিক রাজনৈতিক উপায়ে অধিকার প্রতিষ্ঠার পথও ক্রমশ রুদ্ধ হয়ে আসার ফলশ্রুতিতেই পার্বত্য চট্টগ্রামে একসময় বিদ্রোহ দানা বাধে। অধিকার প্রতিষ্ঠার জন্য সদ্য স্বাধীন দেশের আরেক অঞ্চলে অপ্রত্যাশিতভাবে সশস্ত্র সংঘাত শুরু হয়ে যায়।

প্রসঙ্গত, বঙ্গবন্ধু শহীদ হওয়ার পর থেকেই বিভিন্ন সময় এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় সেনাবাহিনীর হস্তক্ষেপ এবং প্রভাব দৃশ্যমান হতে শুরু করে। রাষ্ট্রের সংসদীয় গণতন্ত্রের অভিযাত্রা বারবার আঘাতপ্রাপ্ত হয় এবং হুমকীর সম্মুখীন হয়ে পড়ে। দেশী-বিদেশী ষড়যন্ত্রের শেকড়মূল অনেক গভীরে যেয়ে প্রবেশ করতে থাকে। বারবার ক্ষমতার অদল-বদল এবং শাসনক্ষমতায় সামরিক হস্তক্ষেপ দেশের ভবিষ্যতকে এক গভীর অনিশ্চয়তার দিকে ধাবিত করে এবং সাধারণ মানুষের আশা-আকাঙ্খা ক্রমশ ভুলুন্ঠিত হতে থাকে। এমতাবস্থায় পুরো দেশের রাজনৈতিক অস্থিরতা পার্বত্য চট্টগ্রামকেও গভীরভাবে প্রভাবিত করে। বঙ্গবন্ধু শহীদ হওয়ার পর রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং এরশাদ সরকারের শাসনামলে পার্বত্য চট্টগ্রাম প্রশ্নে রীতিমতো সামরিক দমনমূলক নীতি গ্রহণ এবং প্রয়োগ শুরু হয়। অন্যদিকে পার্বত্য চট্টগ্রামের মানুষও অধিকতর সংগঠিত হয়ে সশস্ত্র বিদ্রোহ চালিয়ে যেতে থাকে।

১৯৯৬ সালে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসলে পার্বত্য চট্টগ্রাম সমস্যা সমাধানকল্পে দৃশ্যমান অগ্রগতি পরিলক্ষিত হতে শুরু করে। নেত্রীর দূরদর্শী পদক্ষেপ, বলিষ্ঠ নেতৃত্ব, দৃঢ় মনোভাব, আদিবাসীদের প্রতি আন্তরিক ও সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি সর্বোপরি রাজনৈতিক সদিচ্ছা পার্বত্য চট্টগ্রামের দীর্ঘদিনের রাজনৈতিক অচলায়তন ভাঙার ক্ষেত্রে এক সমূহ সম্ভাবনা সৃষ্টি করে। আওয়ামীলীগের পক্ষ থেকে একটি যোগাযোগ কমিটি গঠন করা হয়। সরকারের সাথে পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক নেতৃত্বের যোগাযোগ এবং গঠনমূলক আলোচনা বৃদ্ধি পেতে থাকে। প্রসঙ্গত উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামের ব্যাপকসংখ্যক পাহাড়ি জনগণ বৌদ্ধধর্মে বিশ্বাসী । পার্বত্য চট্টগ্রামে বিদ্রোহ চলাকালীন সময়ে এবং পরবর্তীতেও সেখানকার ধর্ম-বর্ণ-জাতি নির্বিশেষ আপামর মানুষের নিকট অহিংসা ও মৈত্রীর বাণী ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে পার্বত্য চট্টগ্রামে বৌদ্ধ জাগরণের অগ্রদূত প্রয়াত শ্রদ্ধেয় সাধনানন্দ মহাস্থবির (বনভান্তে) মহোদয়ের ব্যাপক প্রভাব ও গ্রহণযোগ্যতা ছিল।

সাধনানন্দ মহাস্থবির বনভান্তে

১৯৯৬ সালে বহুজন পূজ্য এই বৌদ্ধ পন্ডিতের সাথে সাক্ষাৎ করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নেত্রীর এই উদার মানসিকতা সেসময় পার্বত্য অঞ্চলের মানুষের মনে এক বিরাট রেখাপাত করে এবং চলমান শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ইতিবাচক মাত্রা যোগ করে। পূজ্য ভান্তে মহোদয় নেত্রী-কে পরামর্শ দিয়েছিলেন-  “ বহুজনের হিতের জন্য জ্ঞান, বুদ্ধি এবং কৌশলের সহিত রাষ্ট্র পরিচালনা করতে”। এখানে উল্লেখ্য যে, এই বৌদ্ধ পন্ডিতের সাথে বিভিন্নসময়ে বিভিন্নদেশের রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রদূত, সেনাপ্রধান, উচ্চপর্যায়ের কূটনীতিকবৃন্দ এবং দেশের সরকারপ্রধানগণ, বিরোধীদলের নেতাগণ, উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তা, সেনাকর্মকর্তারা সাক্ষাৎ নিতে আসতেন। (তথ্য- মহতো মহান, বনভান্তের ১ম পরিনির্বাণবার্ষিকী স্মারকগ্রন্থ, বনভান্তে প্রকাশনী, রাজবনবিহার, রাঙ্গামাটি, ২০১৩)

অবশেষে দীর্ঘ দুইযুগের অধিক রক্তক্ষয়ী সংঘর্ষের অবসান ঘটিয়ে ১৯৯৭ সালের ২রা ডিসেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকারের সাথে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যকার ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হয়। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে পাহাড়ের মানুষ আস্থায় নিয়েছিল। অন্যদিকে বাংলাদেশ রাষ্ট্রের সার্বিক নিরাপত্তা, সংহতি ও উন্নয়ন, সর্বোপরি আপামর দেশবাসীর কল্যাণ ও মঙ্গলের জন্য পার্বত্য চট্টগ্রামে শান্তি স্থাপন জরুরী হয়ে পড়েছিল।

এমনিতর এক যুগসন্ধিক্ষণের বাস্তবতায় পার্বত্য চট্টগ্রাম সমস্যাকে রাজনৈতিক সমস্যা হিসেবে চিহ্নিত করে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকার এবং পার্বত্য চট্টগ্রামের জনগণের পক্ষে জনসংহতি সমিতি রাজনৈতিক সদিচ্ছা, সাহস ও দৃঢ়তার সহিত এগিয়ে এসে ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তিতে উপনীত হয়। এতে করে পার্বত্য অঞ্চলের মানুষ নতুন করে গণতান্ত্রিক রাজনৈতিক ধারায় ফিরে আসে এবং এতদঅঞ্চলে শান্তি প্রতিষ্ঠা ও উন্নয়নের জন্য প্রয়োজনীয় বাস্তবশর্তাবলী ও সুযোগ তৈরী হয়।

পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রামের দীর্ঘদিনের রাজনৈতিক দাবীসমূহ তথা পাহাড়ের আপামর মানুষের রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক অধিকার প্রতিষ্ঠার পথ সুগম হয়। অন্যদিকে জনসংহতি সমিতির নেতৃত্বে এতদিনকার চলমান সশস্ত্র বিদ্রোহের অবসান ঘটে এবং গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হয়। বাংলাদেশ স্বাধীনতা পরবর্তী পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি বিবেচনা করলে এবিষয় মোটাদাগে স্পষ্ট হয় যে, পাহাড়ের আপামর মানুষ বঙ্গবন্ধুর উপর অগাধ আস্থা এবং বিশ্বাস রেখেছিল এবং পরবর্তীতে বঙ্গবন্ধুকন্যা বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরও পরম বিশ্বাস, আস্থা এবং ভালোবাসার প্রমাণ তারা বারবার দিয়েছে।

দৃশ্যত পাহাড়ের মানুষ জননেত্রী শেখ হাসিনা এবং আওয়ামীলীগ কে বিশ্বাস করেছিল, আস্থায় নিয়েছিল। সেহেতু তাঁর কাছেই তাদের প্রত্যাশার মাত্রাটাও ভারী। এজন্য চুক্তি স্বাক্ষর হওয়ার পর চুক্তি বাস্তবায়নে আওয়ামীলীগ সরকারের শাাসনকালেই তারা বারবার আশায় বুক বেধেছে যেন চুক্তি অনুয়ায়ী পাহাড়ের মানুষ রাজনৈতিক অধিকার ফিরে পায়। তাদের চিরায়ত ভূমির উপর যেন তাদের অধিকার প্রতিষ্ঠিত হয়। নিজেদের ভাষা-সাহিত্য, কৃষ্টি-সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্য, ধর্মীয় এবং সামাজিক মূল্যবোধ নিয়েই যেন তারা এদেশের বুকে আত্মপরিচয় ও আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকতে পারে।

এখানে উল্লেখ্য যে, ২০০১ সালে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার ক্ষমতায় আসার পরে পার্বত্য চট্টগ্রাম প্রশ্নে চুক্তি স্বাক্ষরকালীন সরকারের নীতিমালা আর অণুস্মরণ করা হয়নি। ফলত, পার্বত্য চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া কার্যত স্থবির হয়ে পড়ে। আবার অন্যদিকে খোদ আওয়ামীলীগ সরকারের মধ্যেও সবাই চুক্তি বাস্তবায়ন নিয়ে সমান সরব ও সক্রিয় নিশ্চয়ই ছিলেন না। এমনকি চুক্তি বাস্তবায়নে পার্বত্য চট্টগ্রাম থেকে নির্বাচিত আওয়ামীলীগের কতিপয় নেতৃবৃন্দের দ্বায়িত্বশীলতা ও আন্তরিকতা নিয়েও বিভিন্নসময়ে প্রশ্ন উঠেছে। এপ্রসঙ্গে, পার্বত্য চট্টগ্রাম অঞ্চল থেকে সর্বপ্রথম রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়া বিশিষ্ট লেখক শরদিন্দু শেখর চাকমা তার “পার্বত্য চট্টগ্রাম ও আমার জীবন” বইয়ে লিখেছেন-

“১৮.১০.২০০৩ তারিখ আমি প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করি। সাক্ষাৎকারের সময় শেখ হাসিনা আমাকে বলেন যে, তিনি পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন করতে আন্তরিক ছিলেন। তাই তিনি সন্তু লারমাকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হতে বলেছিলেন। কিন্তু সন্তু লারমা নিজে মন্ত্রী না হয়ে কল্পরঞ্জনকে মন্ত্রী করতে বলেছিলেন। তিনি আরো বলেন কল্পরঞ্জন মন্ত্রী হয়ে নিজের স্বার্থ নিয়েই ব্যস্ত হয়ে পড়েন। চুক্তি বাস্তবায়নে আগ্রহী ছিলেন না। তিনি দীপঙ্কর তালুকদার সম্পর্কেও মন্তব্য করেন এবং বলেন যে, দীপঙ্করও চুক্তি বাস্তবায়নে আন্তরিক ছিলেন না। এভাবে যাদের উপর চুক্তি বাস্তবায়নের দ্বায়িত্ব ছিলো, তারাই চুক্তি বাস্তবায়নে বাঁধা হয়ে দাড়ান। ” (পৃষ্ঠা-৬৭, পার্বত্য চট্টগ্রাম ও আমার জীবন, ২য় খন্ড, শরদিন্দু শেখর চাকমা, সাবেক রাষ্ট্রদূত, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার)

উপরের এই তথ্যের আলোকে বলা যায় যে, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চুক্তি স্বাক্ষরের পরে চুক্তি বাস্তবায়নে যথেষ্ট আন্তরিক ছিলেন। কিন্তু তা সত্ত্বেও আমাদের দুর্ভাগ্য এই যে, চুক্তি স্বাক্ষরের পর চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়ায় অপ্রত্যাশিত দীর্ঘসূত্রিতা সৃষ্টি হয়েছে। এর পেছনে সম্ভাব্য নানান কারণ নিহিত থাকতে পারে। একদিকে রাজনৈতিক সদিচ্ছা ও দৃঢ়তার অভাব, পক্ষপাতদুষ্ট আমলাতন্ত্র, রাষ্ট্রীয় নীতি নির্ধারণী বিষয়াবলীতে সেনাবাহিনীর অযাচিত ও অমূলক প্রভাব অন্যদিকে চুক্তি পরবর্তী বহুধাবিভক্ত পাহাড়ের রাজনৈতিক নেতৃত্বকেও চুক্তি বাস্তবায়নের পথে অন্যতম অন্তরায় বলে অনেকে দাবী করে থাকেন। এখানে খেয়াল রাখতে হয় যে চুক্তির পরে পাহাড়ের এতদিনকার সংহতিবদ্ধ রাজনৈতিক নেতৃত্ব বিভিন্ন কারণে বহুধাবিভক্ত হয়ে পড়েছে, তাই চুক্তি পরবর্তীতে প্রয়োজনীয় রাজনৈতিক চাপ সৃষ্টিতে সেখানকার রাজনৈতিক নেতৃত্বের মধ্যে স্পষ্টত বিভক্তি ও দুর্বলতা দেখা দিয়েছে। আবার দিন যতই গড়িয়েছে বিভিন্ন কারণে সরকারের আন্তরিকতা এবং ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে, যা কোনভাবেই কাম্য নয়।

বিরোধীদলীয় নেত্রী থাকাকালীন সময়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আন্তর্জাতিক আদিবাসী দিবসের শুভেচ্ছা জ্ঞাপন

যাই হোক, মোটা দাগে একথা অনস্বীকার্য যে, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর উপর আদিবাসীদের বিশ্বাস ও আস্থা বরাবরই ছিল এবং আছে বলেই হয়তো তার কাছে আদিবাসীদের বরাবরই প্রত্যাশার মাত্রাটা ভারী। অন্যদিকে, আমাদের দৃঢ় বিশ্বাস এই যে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নানান সীমাবদ্ধতার মধ্যেও এদেশের আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠাকল্পে অতীতের ন্যায় বর্তমানেও নিশ্চয়ই নেত্রীর সুদৃষ্টি এবং আন্তরিকতা রয়েছে। কেবল পার্বত্য অঞ্চলের আদিবাসীদের জন্যই নয়, দেশের সমতল অঞ্চলের বিভিন্ন জেলায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা অপরাপর আদিবাসীদের অধিকার সুরক্ষার ব্যাপারেও নেত্রী শেখ হাসিনার আন্তরিকতার দৃষ্টান্ত রয়েছে। ২০০৪ সালে বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময়ে টাঙ্গাইলের গারো অধ্যুষিত মধুপুরে আদিবাসীদের ভূমি রক্ষার আন্দোলনে নিহত হন গারো নেতা পীরেন স্নাল। পরবর্তীতে নিহত পীরেন স্নালের পরিবার এবং মধুপুরের স্থানীয় গারো নেতৃবৃন্দের সাথে সুধাসদনে সাক্ষাৎ করেন তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনা। সেসময় তিনি বলেন,- “আদিবাসীদের ভূমির অধিকার দিয়ে তাদের জীবনাযাত্রা, সংস্কৃতি অক্ষুন্ন রাখতে হবে।” (তথ্য-ভূমির মালিকানা দেওয়ার আহবান, আদিবাসীদের সাথে বিরোধীদলীয় নেত্রীর মতবিনিময়, দৈনিক সংবাদ, ২৮ জানুয়ারি, ২০০৪)

এভাবেই দেখা গেছে যে, নেত্রী শেখ হাসিনা সরকারে এবং সরকারের বাইরে যখন যেভাবে সক্ষম হয়েছেন, সেভাবেই তিনি এদেশের আদিবাসীদের অধিকারের পক্ষে কথা বলেছেন, তাদের সুখে-দুখে পাশে থাকার চেষ্টা করেছেন। ২০০৯ সালের ৯ই আগস্ট আর্ন্তজাতিক আদিবাসী দিবস উপলক্ষ্যে তৎকালীন প্রধানমন্ত্রী থাকা অবস্থায় নেত্রী শেখ হাসিনা একটি বাণী প্রদান করেন। বাণীটি ছিল নিম্নরুপ-

প্রধানমন্ত্রী

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

২৫শে শ্রাবণ ১৪১৬

৯ আগস্ট, ২০০৯

বাণী

জাতিসংঘ ঘোষিত আর্ন্তজাতিক আদিবাসী দিবস উপলক্ষ্যে আমি বাংলাদেশ সহ বিশ্বের সব আদিবাসীকে শুভেচ্ছা জানাই।

জাতিসংঘের তথ্য অনুযায়ী বর্তমানে বিশ্বের ৭০ টি দেশে প্রায় ৩৭ কোটি আদিবাসী জনগণ বসবাস করে। তাদের রয়েছে প্রায় পাঁচ হাজার ভাষা। আদিবাসীদের ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য, চিরায়ত জ্ঞান, নৃত্য-গীত, সাহিত্য, জীবনের মূল্যবোধ পৃথিবীর জন্য অমূল্য সম্পদ। বন ও পরিবেশ সংরক্ষণে আদিবাসীদের রয়েছে ঐতিহ্যগত জ্ঞান।

বাংলাদেশে হাজং, কোচ, বানাই, ত্রিপুরা, মারমা, চাকমা, গারো, সাঁওতাল, ওঁরাও, মুণ্ডা, খাসিয়া. মণিপুরী, খুমি, খিয়াং, লুসাই, বম, ম্রো ও রাজবংশীসহ বিভিন্ন নৃতাত্ত্বিক আদিবাসী জনগোষ্ঠী বসবাস করে। তারা তাদের স্বকীয়তা, বৈচিত্রময় সংস্কৃতি, সমৃদ্ধ মূল্যবোধ ও ঐতিহ্য নিয়ে আমাদের দেশকে সমৃদ্ধ করেছে।

আমাদের স্বাধীনতা সংগ্রামে এসব আদিবাসীদের রয়েছে গৌরবোজ্জ্বল অবদান। নিজেদের স্বতন্ত্র পরিচয় বজায় রেখে আদিবাসী জনগণ যাতে সবার মতো সমান মর্যাদা ভোগ করতে পারে, সেটি নিশ্চিত করা আমাদের কর্তব্য। সরকার আদিবাসীদের উন্নয়নে বিশেষ ব্যবস্থা গ্রহণে বদ্ধপরিকর এবং তাদের অর্থনৈতিক উন্নয়নে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। ইতিমধ্যে বিগত আওয়ামীলীগ সরকারের আমলে ১৯৯৭ সালে সম্পাদিত পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি পূর্ণ বাস্তবায়নের লক্ষে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে।

জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত আদিবাসী অধিকার ঘোষণাপত্র বাস্তবায়নেও আমরা একযোগে কাজ করতে চাই।

আর্ন্তজাতিক আদিবাসী দিবসে বিভিন্ন সংগঠন কৃর্তৃক গৃহীত সব কর্মসূচির সাফল্য এবং আদিবাসী জনগণের সার্বিক কল্যাণ কামনা করছি।

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু

বাংলাদেশ চিরজীবী হোক।

আমরা জানি, এদেশের গরীব-মেহনতি মানুষ তথা নিম্নবর্গের মানুষের অধিকার প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন সংগ্রাম করে গেছেন। ১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুগের শ্রেষ্ঠতম ভাষণের এক জায়গায় আহবান জানিয়েছিলেন,- “এই বাংলায়- হিন্দু-মুসলমান, বাঙালি, অ-বাঙালি যারা আছে তারা আমাদের ভাই, তাদের রক্ষার দ্বায়িত্ব আপনাদের উপর, আমাদের যেন বদনাম না হয়।” (তথ্য- পঞ্চম তফসিল, ১৫০ (২) অনুচ্ছেদ, ১৯৭১ সালের ৭ই মার্চ, বঙ্গবন্ধুর রেসকোর্স ময়দানের ভাষণ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান)

পিতার পবিত্র রক্তের উত্তরাধিকার নিয়ে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীও দেশকে এক নতুন সম্ভাবনার দিকে এগিয়ে নিয়ে যাবেন এবং সে যাত্রায় দেশের অপরাপর নাগরিকের মতোই এদেশের আদিবাসীরাও সামিল হওয়ার সুযোগ লাভ করবে, তাদের অধিকার প্রতিষ্ঠার পথ সুগম হবে এটাই প্রত্যাশা। ২০২১ সালে বাংলাদেশ স্বাধীনতার রজতজয়ন্তী উদযাপন করবে। একবিংশ শতাব্দীর পরিবর্তীত বিশ্বরাজনীতির প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে বাংলাদেশের সামনে আজ একদিকে যেমন অপার সম্ভাবনার দ্বার খুলেছে অন্যদিকে তার সম্মুখে বহুমাত্রিক চ্যালেঞ্জও আমরা দেখতে পাই। বাংলাদেশ রাষ্ট্রের অগ্রযাত্রা নিশ্চিত করতে হলে প্রয়োজন রাষ্ট্রীয় সংহতি ও নিরাপত্তা। যেকোন দেশের রাষ্ট্রীয় নিরাপত্তা ও সংহতি বৃদ্ধির জন্য সামরিক শক্তিই একমাত্র নিয়ামক শক্তি নয়। রাষ্ট্রীয় সংহতি ও নিরাপত্তা বৃদ্ধিতে প্রয়োজন সুষম অর্থনৈতিক উন্নয়ন ও প্রবৃদ্ধি অর্জন, আইনের শাসন, সামাজিক ন্যায়বিচার ও সাম্য এবং সর্বোপরি সকল নাগরিকের বিকাশের জন্য মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠা।

পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরের পর আশার কথা হচ্ছে সেখানে অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। পর্যটন শিল্পে দেখা দিয়েছে অপার সম্ভাবনা। এক্ষেত্রে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ ও দূরদর্শি নেতৃত্ব স্পষ্টত দৃশ্যমান। কিন্তু একথা বলার অপেক্ষা রাখে না যে, রাজনৈতিক সমস্যাকে পাশ কাটিয়ে কোন উন্নয়ন কর্মকান্ডই টেকসই হবে না। সামরিক ব্যারাক দিয়ে পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক সমস্যার সমাধান কোনভাবেই সম্ভব নয়। বরং এটা হিতে বিপরীত প্রতিক্রিয়ারই সৃষ্টি করবে এবং তাতে দেশের অগ্রগতি ও উন্নয়নের ধারা নিশ্চিতভাবেই ব্যাহত হবে যা কোন সচেতন নাগরিকের পক্ষেই কাম্য হতে পারে না।

২০১৩ সালে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সাম্প্রদায়িক হামলায় পুড়ে যাওয়া বসতবাড়ির সামনে এক অসহায় পাহাড়ী শিশু

পার্বত্য চট্টগ্রাম চুক্তি পরবর্তী পাহাড়ের রাজনৈতিক ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করলে এটাই প্রতীয়মান হয় যে, পার্বত্য চট্টগ্রাম চুক্তি পূর্ণ বাস্তবায়িত না হওয়ার ফলে সেখানে এখনো রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। আবার রাজনৈতিক অস্থিরতার দোহাই নিয়ে এখনো পর্যন্ত সেখানে দৃশ্যমানভাবে সেনাআধিপত্য বজায় রয়েছে বলেই অনেকের অভিযোগ। দেশী-বিদেশী বিভিন্ন ব্যক্তি ও মানবাধিকার সংস্থার গবেষণা, তদন্ত, রিপোর্ট এবং সুপারিশমালাতেও এমন তথ্যই পাওয়া যায়।কেবলমাত্র বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত তথ্যসমুহকে পর্যালোচনা করলেও পার্বত্য চট্টগ্রাম চুক্তির পরবর্তীতে বেশ কিছু সাম্প্রদায়িক হামলার সুস্পষ্ট অভিযোগ ও প্রমাণ পাওয়া যায়। এরমধ্যে উল্লেখযোগ্য হল- ২০০৩ সালের আগস্ট মাসে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় সাম্প্রদায়িক হামলা, ২০১০ সালের ফেব্রুয়ারিতে খাগড়াছড়ি জেলা সদর এবং রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় সাম্প্রদায়িক হামলা, ২০১৩ সালের আগস্ট মাসে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সাম্প্রদায়িক হামলা এবং সর্বশেষ ২০১৭ সালের জুন মাসে রাঙ্গামাটির লংগদুতে সাম্প্রদায়িক হামলা ও পাহাড়িদের ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনা।

বলাবাহুল্য যে, বিভিন্নসময়ে সংঘটিত এসব মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি রয়েছে পক্ষপাতদুষ্ট প্রশ্নবিদ্ধ ভূমিকার অভিযোগ এবং ক্ষেত্রবিশেষে মদদদাতা হিসেবে অভিযোগের তীর তাদের উপরই বর্তায় যা অত্যন্ত দুখ:জনক। এছাড়াও পার্বত্য চট্টগ্রামে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক মানবাধিকার লঙ্ঘনের যেসব অভিযোগ রয়েছে সেগুলোর মধ্যে অন্যতম কয়েকটি আলোচিত ঘটনা হলো ১৯৯৬ সালের ১২ই জুন কল্পনা চাকমা অপহরণ ঘটনা, ২০১৭ সালের ১৯ এপ্রিল নানিয়ারচরে ছাত্রনেতা রমেল চাকমা নিহত হওয়ার ঘটনা এবং ২০১৮ সালের জানুয়ারি মাসে রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলায় দুই মারমা বোনকে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ প্রভৃতি। 

বলাবাহুল্য যে, বহুল আশা-আকাঙ্খার পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরের পর মানবাধিকার লঙ্ঘনের এসব ঘটনা পার্বত্য চট্টগ্রামের আপামর মানুষের মনে একই সাথে ক্ষোভ ও ভীতির সঞ্চার করেছে। তারপরেও, সেখানকার মানুষ দহন-আর্তনাদ নিয়েই এখনো স্বপ্ন দেখে পার্বত্য চুক্তির অবাস্তবায়িত বিষয়গুলো বাস্তবায়নে যাবতীয় প্রতিবন্ধকতা অচিরেই কেটে যাবে। একরাশ ভালোবাসাসমেত প্রত্যাশা নিয়েই তারা প্রতীক্ষায় থাকে- বঙ্গবন্ধুকন্যা তাদেরকে নিরাশ করবেন না, যেভাবে তিনি বাংলাদেশের সাহসী অভিযাত্রাকে নেতৃত্ব দিচ্ছেন, বিশ্বের বুকে এই ভূখন্ডের মানুষকে মাথা উঁচু করে দাড়ানোর প্রত্যয়ী সাহস যোগাচ্ছেন সে যাত্রায় তারাও অংশীজন হবে। একথা আজ সর্বজনস্বীকৃত যে, দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সীমিত প্রাকৃতিক সম্পদের এই রাষ্ট্রের জন্য পার্বত্য চট্টগ্রাম হতে পারে এক অপার সম্ভাবনার উৎস। কিন্তু তারজন্য পূর্বশর্ত হচ্ছে পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা এবং সেক্ষেত্রে পার্বত্য চট্টগ্রাম চুক্তির যথাযথ বাস্তবায়ন অতিঅবশ্যই মৌলিক এবং আবশ্যকীয় শর্ত।

একটা বিষয় প্রায়শই লক্ষণীয় যে,পান থেকে চুন খসে পড়লেই যেন পাহাড়িরা হয়ে যায় বিচ্ছিন্নতাবাদী, দেশদ্রোহী, সন্ত্রাসী ইত্যাদি। এধরনের দৃষ্টিভঙ্গি কখনোই শুভবোধের লক্ষণ নয়। পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠার জন্য দরকার মানুষে মানুষে সেতুবন্ধ রচনা, পারস্পরিক আস্থা এবং ভ্রাতৃত্ব স্থাপন করা। দমনমূলক সামরিক নীতি যেমন প্রত্যাশিত নয়, তেমনই উগ্রতাসদৃশ দ্রোহও সমর্থনযোগ্য হতে পারে না। এককথায় বলা যায় যে, পার্বত্য চট্টগ্রাম সমস্যা একটি রাজনৈতিক সমস্যা এবং এই সমস্যা সমাধানের লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম চুক্তি-ই আমাদের কাছে রাজনৈতিক ও আইনগত পথ নির্দেশক।

একবার এক পৌষমাসের প্রত্যুষে দেশবরেণ্য রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা টেলিভিশনে রবীন্দ্রসংগীতের সরাসরি অনুষ্ঠানে সংগীত পরিবেশন করছিলেন। এমন সময় হঠাৎ একটা ফোনকল। অনুষ্ঠানের উপস্থাপিকা ফোন ধরতেই ওপাশ থেকে শোনা গেল একটি চেনা কন্ঠ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে ফোন দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জ্ঞাপন করছেন গুণী এই শিল্পীকে। তখন আমরা বুঝে নিই কত কোমল মানবিক সৌন্দর্যের আধার আমাদের নেত্রীর হৃদয়। সেদিন প্রতিউত্তরে রেজওয়ানা চৌধুরী বন্যা প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে রবীন্দ্রনাথের শেষের কবিতা-র দুটি চরণ উল্লেখ করে কৃতজ্ঞতা জানিয়েছেলিন। তিনি বলেছিলেন, আপা আপনার শুভেচ্ছাবার্তা পেয়ে এমুহুর্তে কেবলই দুটি চরণ মনে পড়ছে-  “হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত” ।

বস্তুতই, প্রিয় নেত্রী যতদিন বেঁচে আছেন, ততদিন এদেশের মানুষ স্বপ্ন-সাহসী যাত্রার ভিত পায়, কেননা- এদেশের আপামর মানুষের কাছে নেত্রী শেখ হাসিনা মানেই-

“হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত” !

তথ্য সহায়িকা:

১. Victims Finally Back Home, The Daily Star, 6 august, 2013

২. নানিয়ারচরে রমেল চাকমা বাড়িতে তথ্যানুসন্ধান কমিটি, দৈনিক প্রথম আলো, ৩ মে ২০১৭

3. Two Marma sisters allegedly raped and sexually assaulted in Rangamati, Dhaka Tribune, 26 January, 2018

৪. বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে অশান্তির পেছনে যে ৭ টি কারণ, বিবিসি বাংলা,  ২৮ মে, ২০১৮

5. Ethnic Conflict in a Post-Accord Sisuation: ths case of Chittagong Hill Tracts, Bangladesh, Meghna Guhathakurta

সহায়ক গ্রন্থ:

1. The Politics of Nationalism- The Case of the Chittagong Hill Tracts Bangladesh, Amena Mohsin, The University Press Limited (UPL) 1997

২. পার্বত্য চট্ট্রগাম আইন সংহিতা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, ২০১০

৩. স্মারকগ্রন্থ, মানবেন্দ্র নারায়ণ লারমা জীবন ও সংগ্রাম, এম এন লারমা মেমোরিয়াল ফাউন্ডেশন, রাঙ্গামাটি, ২০০৯

৪. পার্বত্য চট্টগ্রামের সমস্যা, প্রদীপ্ত খীসা, সাহিত্য প্রকাশ, ১৯৯৬

৫. পার্বত্য চট্টগ্রামের একাল সেকাল, শরদিন্দু শেখর চাকমা, অঙ্কুর প্রকাশনী, ২০০২

৬. পার্বত্য চট্টগ্রাম ও আমার জীবন, ২য় খন্ড, শরদিন্দু শেখর চাকমা

৭.  মহতো মহান, বনভান্তের ১ম পরিনির্বাণবার্ষিকী স্মারকগ্রন্থ, বনভান্তে প্রকাশনী, রাজবনবিহার, রাঙ্গামাটি, ২০১৩

৮. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান

লামিলো বারিজে

0

লামিলো বারিজে –
হিয়ে ঢুলেই-ঢালেই ফিরি এল’ এহল মোনর বুগত
আহ্ধিক খুজিয়ে ভাতঝরা ফুলোর তুম্বাচ্চান মাত্তল অহল’
সিয়েন দেগি –
হাই থুবোল্লি আহলফেলানির সান্যেপিদের উমেয়ে পোগন
সদর উয়ে এহলে এহলে হত্তা হত্তা স্ববনত উবোল-পাল ধানগজা।

লামিলো বারিজে –
জুমর লেজানি চুবে চুবে গীদ গায়
ছড়া থুমানিরে নাজেবার পাদাবাল্লে সুরে
সুগর আহ্ভা বেই যারগোই এহল মোনর উগুরে।

লামিলো বারিজে –
চেরোহিত্যে রানজুনি খারা অই সাতরঙর ছদগে
ঘুরুং-ঘারাঙ ফাদাবাজ এগজা দেবাপেরেগ ফেলেবার দজা
তেনেয়ে ওই উদে চিৎ, দেবংসি ন্যুও আহ্জা।

লামিলো বারিজে –
সাজিনালত গাদিবার ঝুক্কোল লদন অনতিত্যে হারকুজ্যে পো-ছাবা
মৌনে মৌনে ফিরি এল’ শাওন-আঝার মাজও আহ্ভা।

লামিলো বারিজে –
গাবুর মিলেই হুনহুনেই হুনহুনেই
ভরাত ভরাত বিয়োং আবেরেবার র’ তুলি
সুচ্চ্যেক বাজর ভিন্দেনিরোই তাত্তেসামর টানে
বিগুন বিজির ফুল্লো তুলিদোন আলামর ভাঁজে ভাঁজে
লাঙ স্ববন দেগি নুদি-থিন্দেমালাক্ক্যে আহ্ওজে।

লামিলো বারিজে –
মিধে পহন ঝড়ও ফুদোর ধারাজ লনেই
জুমদেজর বুগত ন্যুও ঘরান সাজেই
এজ’ এজ’ এজ’ এজ’ জুম্মো বাপ ভেই।

***কবিদেবো ম পল্লিম কবিদে বই ‍”কজ্জালর খুলুেঙাত এগথুব কবিদে” সিয়ত ছাবা উয়ে, সিয়ততুন পড়বোউনোর উধিজে ইয়তও সুমুরেই থুলুঙ্গি..

রাঙামাত্যে

0

যেক্কে আলগ আলগ বোইয়ের বেভ’ লাঙেল জোগা
জুমও লেজাৎ লেলনপাদা ঢাগত ভাতঝরা ফুলো তুম্বাজ সিদিবো
নোনেয়ে হারকুজ্যে ফাওনো আভায়
পত্তাপত্তিয়ে বুঝি থেবাক ঘিলেলুদি আগাত
সেক্কে তর-মর পোতপোত্যে জুনও পহড়র হোচপানা –
অরগসোরা ওই গুলোঅধক কধা সাজেব’
সেক্কে কাবিল গেঙখুল্ল্যের লাহদিওল্ল্যে বেহলা র’
আ গাভুর লগর নিলোচ্যে উবগীদে
রেঙে রেঙে সুচ্চুরেই উদিবো লাঙর রাঙামাত্যে।

যেক্কে পুরোনি ধন পিজিসোরালোই গাধেই
রাধামন-ধনপুদি আ তান্যেবী-পুনংচানর
নিলোচ্যে লাঙর বিজগ’ কধা মাধেই
চাক্কো বিজির চকচক খারার সমার ওই-
বুজিবোঙ ঢাগাঢাক্ক্যে – এহলাম দেদি -পিদত পিদ দি
সেক্কে তর-মর পোতপোত্যে জুনও পহড়র হোচপানা-
অরগসোরা ওই গুলোঅদক কধা সাজেব’
সেক্কে কাবিল গেংখুল্ল্যের লাহদিওল্ল্যে বেহলা র’
আ গাভুর লগর নিলোচ্যে উবগীদে
রেঙে রেঙে সুচ্চুরেই উদিবো লাঙর রাঙামাত্যে।

***কবিদেবো ম পল্লিম কবিদে বই ‍”কজ্জালর খুলুেঙাত এগথুব কবিদে” সিয়ত ছাবা উয়ে, সিয়ততুন পড়বোউনোর উধিজে ইয়তও সুমুরেই থুলুঙ্গি..

Influence of Sankhya Philosophy towards the development of Buddhist and Yoga Philosophy

0

Introduction:

Amongst the nine Indian Philosophical Schools, Sankhya is considered to be the ancient one in the eyes of many scholars. Therefore, in terms of status of antiquity, it is Sankhya School of Indian thoughts that receives the most respect. It is the one, which also played a vital role in the development of all the later schools of Indian philosophical thoughts. In this following writing, we will try to examine how Sankhya inspired and kept influence in the arising and development of Buddhist and Yoga Philosophy. Before we proceed, we may briefly look into the nine types of Indian Philosophical Systems.   

Indian Schools of Philosophical Thoughts:

Indian philosophical system can be categorized into two main system. These are-

1. Astika Darshanas (Orthodox): Philosophical thoughts derived and developed from Vedic system and Vedic rituals.

2. Nastika Darshanas (Heterodox): Philosophical views that tend to reject the Vedic authority, rituals and Bhramanic supremacy.

Indian Philosophical Schools

Astika Darshana (Orthodox)
FounderSystemText
BrahaspatiCarvakadarshanaBrahaspatyasutra
MahaviraJainadarshanaAgama sahitya
Siddhartha GautamaBauddhadarshanaTripitaka (Pali Canon)
Nastika Darshana (Heterodox)
FounderSystemText
KapilaSamkhyadarsanaSamkhya-sutra
PatanjaliYogadarshanaYoga-Sutra
KanadaVaisesikadarshanaVaisesika-sutra
Akkhaipada GautamaNyayadarshanaNyaya-sutra
JaiminiMimamsadarshanaMimamsa-sutra
BadarayanaVedantadarshanaVedanta-sutra

Sankhya System of Indian Philosophical Thoughts:

According to Gunaratna, a 14th century commentators of Saddarsanasamuccaya, there are two schools of Sankhya. Indian great war epic Mahabharata mentioned three school of Sankhya. Kapila, a prominent mystical figure, who is also considered to be a sage of ancient India is known as the founder of Sankhya philosophy. It is believed that he wrote the ‘Sankhya Sutras’ that built the foundation of Sankhya philosophy. Unfortunately, his original text of the said sutras exist no more. Today, we start a study towards Sankhya by taking the Isvarakrsna’s ‘SankhyaKarika’ as source and on the basis of later commentaries made on it.

Regarding the Sankhya systems of thoughts, Surendranath Dasgupta noted, –

“Sāmkhya is basically a non-theistic, world-renunciatory and gnostic outlook, rather than a religion for the person immersed in daily life and ritual religion. Its goal is the elimination of suffering by the eradication of its ultimate cause. Religious practices, such as rituals and austerities, can only afford a temporary relief from suffering. What is required is discriminative understanding of the difference between the conscious subject, and material nature and its manifestations.” (1)

Sankhya opines that the Veda is the source of all knowledge in this universe. Sankhya is widely known for its worldview and metaphysics. Sankhya considers the universal phenomena as sum of infinite and unlimited experiences or knowledge within the universe. Therefore Sankhya epistemology developed the concept of duality. Purusha and the Prakriti, as subject and object are the utmost concept of Sankhya thoughts system. Purusha is the knower of the experiences and Prakriti is the experiences. Purusha is self or soul or the atman. Prakriti is combination of 3 gunas- 1. Sattva (positivity) 2. Rajas (action) 3.Tamas (laziness/negativity). In certain forms, prakriti is not manifested. Upon mutual interaction and connection between purusha and prakriti all the knowledge and experiences or the universal phenomena come into existence, take shape for visibility or sensibility or manifestation. Nothing in this world free from these 3 gunas, accept the Brhama itself.

Sankhya towards the Development of Buddhist Philosophy:

As we already mentioned earlier, since it was the first philosophical system that can be traced in Indian philosophical context, there are several strong reason to believe that, playing a vital role, Sankhya thoughts paved the way for later development of all the Indian philosophical systems, including Buddhism. Even, some scholars want to relate a connection between the name Kapila, the founder of Sankhya philosophical system and the Kaiplabatthu, ancient Indian capital of Sakya Kingdom, where Sakyamuni Buddha lived his earlier life as he belonged to Sakya clan and was a Sakya prince. William Loftus Hare commented, –We do not know when Kapila lived, but there are strong several reason for believing that he and his system preceded the rise of Buddhism. (2)

Before rising Buddhism, including Sankhya there were existence of several religious sects and practices in ancient India. So far we know from his early life, before renunciation for enlightenment, Buddha was a prince of his clan and as a prince he received all the education that was possible to that time. So, indeed, Sakya prince was known of the Vedas, Vedic rituals and other existing knowledge and practices of that time. Regarding the Indian origin of Buddhist people of that time, T. W. Rhys Davids noted,- “The Buddhists were, as a matter of fact, characteristically and distinctively Indian. They probably, at least during the fourth and third centuries B. C, formed the majority of the people. And the movement of thought out of which all these schools arose, so far from being a negligible quantity, as the priestly books suggest, was one of the most dominant factors the historian of the fourth, fifth, and sixth centuries B. C. has to consider.” (3)

In Bhramajala Sutta Buddha himself identified 62 existing religious sects and theories of that time. So it is much possible that, existing previous religious practices and philosophical thoughts greatly influenced the way in which Buddha examined the worldly phenomena before his enlightenment and later on started preaching his realization. 

In Brahmajala Sutta, Buddha explained all the existing views and religious practices of his time. Like that of Sankhya, Buddha examined the universal phenomena, existence of self, eternity and the all the cosmic entities. If we bring some lines from Brahmajala Sutta,-

The self and the world are eternal, barren, steadfast as a mountain peak, standing firm like a pillar. And though these beings roam and wander (through the round of existence), pass away and re-arise, yet the self and the world remain the same just like eternity itself. What is the reason? Because I, by means of ardor, endeavor, application, diligence, and right reflection, attain to such a degree of mental concentration that with my mind thus concentrated, I recollect my numerous past lives in their modes and their details. For this reason I know this: the self and the world are eternal, barren, steadfast as a mountain peak, standing firm like a pillar. And though these beings roam and wander (through the round of existence), pass away and re-arise, yet the self and the world remain the same just like eternity itself.’ (4)

It is now an established fact that, even though Sankhya is considered to be known as Astika darsana as it accepts that the source of all the knowledge in this universe is the Veda, yet Sankhya views is widely known for its rational approach rather than Vedic authority. In contrary, if we think about the origin and development of Buddhism and its philosophical aspects, it is much clearer that Buddhism, from its beginning, offers an open and broader philosophical perspective till today. Therefore, it is safe to say rising of Buddhism was greatly inspired by Sankhya thoughts.

Sankhya and Yoga Philosophy:

Yoga Sutra of Patanjali came after Buddhism. It is believed that, Patanjali took ideas from previous existing religious practices like Sankhya, Jaina and Buddhism in framing his Yoga Sutras. Many scholars and modern academicians opine that Sankhya and Yoga as interconnected philosophical system even though they form separate individual philosophical identity. Professor Bina Gupta viewed,- “It has become common to couple Samkhya and Yoga together. Samkhya accepts yoga as the practical means to the realization of moksa, and Yoga subscribes to the theoretical framework of the Samkhya School.”(5)

Yoga literally means to unite. Yoga is Samadhi, meditation. By doing yoga one subdue own self and then a new sense emergences within oneself and one be able to unite the individual soul with the ultimate soul. Attachments create the endless cyclic existence. Purpose of yoga is to control the five senses towards liberating the soul from all the attachments and bondages and therefore to unite the individual soul with the ultimate soul. A large number of influential text of Bhagvadgita emphasizes on Sankhya and Yoga. In verses 4 and 5 of Gita interdependence of Sankhya and Yoga philosophy described.

Sankhya system doesn’t allow a concept of God or Isvara as an identity of creator or destroyer yet it accepts the Veda as supreme authority of all knowledge. Likewise, almost that same ideas was incorporated in the development of Patanjali’s Yoga Sutra. We can bring some line from Christopher Bartley, who opined,-

“The earliest descriptions of a Samkhya which agrees with Isvarakrsna’s Samkhya (but with an addiction of Isvara) are to be found in Patanjali’s Yoga sutras and in Mahabharata; but we are pretty certain that the Samkhya of Caraka we have sketched here was known to Patanjali, for in Yoga sutra 1. 19 a reference is made to a view of Samkhya similar to this.”  (6)

Conclusion:

India has a long tradition of religious practices as well as philosophical contribution. Nevertheless to say, Sankhya as the most ancient one in terms of antiquity, played a pivotal role in the development of all the later Indian Philosophical systems and thoughts. Particularly, we see the rising of Buddhism and Yoga Philosophy was greatly inspired by Sankhya thoughts system. Even though there would have some other aspects and reasons for the rise and development of these two manipulative and widely known philosophical systems yet we cannot and should not deny the motivation they have received from the Sankhya system of Indian thoughts. 

References:

  1. Dasgupta, Surendranath, A History of Indian Philosophy, Vol. 1, (Cambridge Cambridge University Press, 1969), p 219.
  2. Hare, William Loftus, Mysticism of East and West, Studies in Mystical and Moral Philosophy, (London: Butler and Tanner, 1923) p.94.
  3. Davids, Rhys, T. W., Buddhist India, (Delhi: Motilal Banarasidass, 1997), p.165.
  4. “Brahmajāla Sutta: The All-embracing Net of Views” (DN 1), translated from the Pali by Bhikkhu Bodhi. Access to Insight (BCBS Edition), 30 November 2013, http://www.accesstoinsight.org/tipitaka/dn/dn.01.0.bodh.html
  5. Gupta Bina, An introduction to Indian Philosophy(perspective on reality, knowledge, and Freedom), (NewYork: Routledge, 2012), p.144.
  6. Bartley, Christopher, An Introduction to Indian Philosophy, (London:  Continuum International Publishing Group, 2011) p.82.

A brief study on the concept of Enlightenment in Indian philosophical context

0

Introduction

To start a formal discussion on Indian Philosophical thoughts, one must to go back to the roots and origin of Indus Valley civilization. Indian way of actual social life should not be viewed separately from the religious practices. Therefore, Source of Indian philosophical thoughts cannot be separated from Indian religious practices. When we refer to “Indian Religion” we also keep in mind of Vedic literature. In this regard Geoffrey Samuel noted that, – “The most usual starting point for a history of Indic religions is the religion of the Indus Valley cultural tradition in what is now Pakistan and Northern-West India, best known from the extensive remains of the early urban societies at Mohenjo-Daro, Harappa and elsewhere.” (1)

Except some Non-Vedic rationalist systems like Carvaka Philosophy, Buddhist Philosophy and Jaina Philosophy, source of Indian philosophical thoughts mostly derived from Vedic literature. It is safe to say that, even Non-Vedic Indian Philosophical thoughts also took some necessary elements from Vedic concepts and hermeneutics. In this regard we can connote R. C. Majumder, one of the greatest Indian historian, who noted – “Before proceeding with the history of the Aryans in India, it will be well to give a short account of the Vedas, their sacred literature, as practically everything we know about them is derived from this source alone. But even apart from this, there are other reasons why we should give a prominent place to the Vedas. They form the oldest literary works not only of the Indo-Aryans, but of the entire Aryan group known as the Indo-Germans, and as such, occupy a very distinguished place in the history of world-literature.” (2)

Including Vedic system of religious practices and rituals, almost most of the religious traditions of India have their own way of religious practices. Amongst these religious traditions and practices, except Carvaka, the materialistic one, all the rest Indian religions propose to set a final goal for human being, that is ‘Moksa’ or ‘Nirbana’ which is considered to be similar with the meaning of emancipation, liberation or salvation. To achieve this supreme attainment, enlightenment is needed. In this writings we will discuss the concept of ‘Enlightenment’ in different of Indian Philosophical schools.      

Buddha statue: Preserved in Delhi national museum

Indian Schools of Philosophical Thoughts:

Indian philosophical system can be categorized into two main system. These are-

1. Astika Darshanas (Orthodox): Philosophical thoughts derived and developed from Vedic system and Vedic rituals.

2. Nastika Darshanas (Heterodox): Philosophical views that tend to reject the Vedic authority, rituals and Bhramanic supremacy.

Indian Philosophical Schools

1. Astika Darshana (Orthodox)
FounderSystemText
BrahaspatiCarvakadarshanaBrahaspatyasutra
MahaviraJainadarshanaAgama sahitya
Siddhartha GautamaBauddhadarshanaTripitaka (Pali Canon)
2. Nastika Darshana (Heterodox)
FounderSystemText
KapilaSamkhyadarsanaSamkhya-sutra
PatanjaliYogadarshanaYoga-Sutra
KanadaVaisesikadarshanaVaisesika-sutra
Akkhaipada GautamaNyayadarshanaNyaya-sutra
JaiminiMimamsadarshanaMimamsa-sutra
BadarayanaVedantadarshanaVedanta-sutra

Enlightenment in Different Indian Philosophical School:

To explain epistemological approaches, some scholar distinct Indian Philosophical thoughts in two major streams. Naturalistic and Spiritualistic. Some also categorize all the Indian philosophical thoughts in Realistic views and Idealistic views. Realistic systems explain mostly the external world and Idealistic systems like Buddhism emphasizes on universal phenomena from the corner of our mind and ideas. Vaisesika and Jaina school developed naturalistic views and the some of the rest, like Buddhism, Vedanta are spiritualistic. Sankhya and Yoga philosophical approach are of realistic. However, amongst all the nine Indian philosophical schools, in its way to world view, the most unique one is Carvaka darshana of Brahaspati. Carvaka view is totally materialistic. It doesn’t include an idea of ultimate goal for human life. Therefore no concept of enlightenment and liberation is there in Carvaka philosophy. In Carvaka there is no after life, no sin and no merit. Consequently, there is no such matter like Moksa or liberation. Nonetheless to say, weather accepting or rejecting the Vedic ideas, accept the Carvaka, all the other Indian philosophical schools keep a definite worldview as well as provide a concept of Moksa or Liberation. In the following, shortly we will try to discuss on the concept of earning liberation in different Indian philosophical schools and how enlightenment process is possible as explained in these schools.  

Upanishadic Emancipation (Mukti):

A Hindu devotee paying homage to Chaitanya Mahaprabhu

Vedic wisdoms are found in Upanishad. Regarding cosmic existence of matters within the universality, Upanishadic views is that, self or the atman is Brahman. So, the cause is effect and the effect is cause. With efficient cause, Brahman is creating Brahma. Brahman is boundless, it has no birth, no death. Brahman is beyond visibility, even beyond imagination. Whatever the elements exist in the cosmic, the same are in our body too. Everything in the universe is in an ultimate cosmic harmony. There is an eternal cosmic connection between individual soul and the universe. Due to maya or illusion within ourselves we don’t realize that ultimate truth of this universe. We are the universe and the universe is in within us. Once maya is separated from the soul, Mukti or Liberation happens. When we be liberated from maya, we know who is God, how is God, where is God and we ourselves become a part of God. Prominent Indian philosopher Surendranath Dasgupta opined- “Emancipation thus is not a new acquisition, product, an effect, or result of any action, but it always exist as the Truth of our nature. We are always emancipated and always free”.  Further, he mentioned, “Emancipation is the natural and only goal of man simply because it represents the true nature and essence of man. It is the realization of our own nature that called emancipation.” (3)

Moksa in Sankhya Philosophy:

Sage Kapila is the founder of Sankhya philosophy. Amongst the nine Indian Philosophical Schools, Sankhya is considered to be the ancient one in the eyes of many scholars. Therefore, in terms of status of antiquity, it is Sankhya School of Indian thoughts that receives the most respect. Sankhya is one of the rationalist school in the development of Indian philosophical thoughts. “Sankhya was the first philosophic system produced in India or anywhere else, founded on no other authority than reason and experiences.” (4)

Sankhya considers that the Veda is the supreme source of all the knowledge in this universe. In Sankhya both bondage and liberation are phenomenal. To attain Moksa complete cessation of suffering is needed. Sankhya school generally considers the accounts of experiences that we experiences in different cosmic forms. In terms of connection between the experiencer and the experiences, Purusha and Prakriti as subject and object of a ‘universal experiences’ or a ‘cosmic matter’ are the main components of Sankhya philosophy. Purusha as consciousness getting in touch with prakriti manifest the cosmic experiences in types of cosmic forms. Their existence is distinct, yet same.

Sankhya suggest that, there must be an absolute and primitive cause behind all the matters, because, effect is already present in the cause. In other words, prakriti is the first uncaused cause of all the cause that come into existence upon a combined operation with purusha. In some certain forms prakriti is not manifested. When purusha and prakriti comes closer to each-others proximity than cosmic matters come into existential shape the way they be visible or sensible. Prakriti has 3 gunas. Nothing of this material world is free from gunas. Almost all the matters and things are consist of these 3 gunas of prakriti, those are- 1. Satva (positivity) 2. Rajas (Action) and 3. Tamas (Negativity/Laziness).

Lord Mahavira, 24th Tirthankara of Jain religion

Nirbana in Jaina Philosophy:

Mahavira who was contemporary to Gataum Buddha is the founder of Jaina religion.

Five rightful conducts, 1. Ahimsa (non-violence) 2. Satya (truthfulness) 3. Asteyam (not taking the ungiven) 4. Brahmacaryam (celibacy) and Aparigraha (Detachments from things) are the key to cut-off all the bondages of Karma what throw us within the endless cycles of birth and death. To achieve liberation rightful conducts are prior, yet right faith and knowledge also needed. Right faith, knowledge, and conduct are necessary for liberation. If one of the three is missing, there would be no moksa. The perfected soul, according to Jainism, becomes a god. (5)

Buddhist Enlightenment:

“The salvation, the Buddhist seeks cannot be accurately described either as a salvation from hell, or as a salvation from sin”. (6)

To understand Buddhist concept of Liberation one should be well understood of the Four Noble Truth. In Mahasatipatthana Sutta Buddha clarified “Here, Monks, a monk understands properly as it is, ‘This is suffering”; he understands properly as it is, ‘This is the arising of suffering’; he understands properly as it is, ‘This is the cessation of suffering’; he understand properly as it is, ‘This is the path leading to the cessation of suffering.”

  • (Mahasatipattana Sutta, DN 22, Translated by S. N Goennka, Vipassana Reasearch Institute)

Buddhist views is that, there are three characteristic of all the phenomenal existence. These are Dukkha(suffering), Anicca(Impermanent), Anatta(non-self). Due to attachments suffering causes as the sentient beings take the impermanent as permanent and be attached to it out of desire and it leads them to sufferings and an endless cycles of birth and death. For cessations of sufferings one must follow the Eightfold Noble Paths.

In his very first sermon, in the Dhammacakkappavattana Sutta Buddha uttered,-

And what is the middle way realized by the Tathagata that — producing vision, producing knowledge — leads to calm, to direct knowledge, to self-awakening, to Unbinding? Precisely this Noble Eightfold Path: right view, right resolve, right speech, right action, right livelihood, right effort, right mindfulness, right concentration. This is the middle way realized by the Tathagata that — producing vision, producing knowledge — leads to calm, to direct knowledge, to self-awakening, to Unbinding.

  • (Dhammacakkappavattana Sutta, Sutta Nikaya, Translated by Thanissaro Bhikku, Access to Insight, 2013)
Sakyamuni Buddha Statue, Bodhgaya. (Photo: Author)

Yogic Union:

Yoga literally means to unite. Yoga is Samadhi, meditation. By doing yoga one subdue own self and then a new sense emergences within oneself and one be able to unite the individual soul with the ultimate soul. Attachments create the endless cyclic existence. Purpose of yoga is to control the five senses towards liberating the soul from all the attachments and bondages and therefore to unite the individual soul with the ultimate soul. A large number of influential text of Bhagvadgita emphasizes on Sankhya and Yoga. Tough Sankhya and Yoga are two separate schools in today’s Inidan philosophy, yet they profoundly connected with each other. V 4. 5 of Gita indicates the same. In this regard, we can connotes a line from one of the most recognized Indian philosopher Surendranath Dasgupta, who commented- “Fools only think Samkhya and yoga to be different, not so wise men.” (7)

It is to say Sankhya developed the aspects of theory whereas Yoga developed the necessity of taking actions in practical aspirations. Yoga is completely practical actions.

Our internal organs are combination of Sattwa, Rajas and Tamas. That’s why, yoga sutra of Patanjali reads,- “Yogas Citta-Vritti-Nirodhah”which means yoga is to still the patterning of consciousness. Practicing yoga is an active process. By doing so one can subdue oneself and be enlightened, therefore be unified with God. The yoga of action consist of austerity, study, and submission to God.(8)

Isvara and salvation in Nyaya-Vaisesika:

Rational Indian philosophical schools like Sankhya, Buddhism and Jaina views deny the existence of God or a concept of creator (Isvara). In this regard, Nyaya produce arguments to prove the existence of Isvara. In doing so Nyaya brings an inference of samanyata-drsta. Nyaya and Vaaisesika argues that Isvara knows all the things and matters and their purpose of this eternal universe. Thus, Isvara is omniscient. Destruction of attachments leads to the salvation. “The state of mukti according to Nyaya-Vaisesika is neither a state of pure knowledge nor of bliss but a state of perfect qualitilessness, in which the self remains in itself in its own purity.” (9)

Self, Karma and Liberation in Mimamsa:

Mimamsa considers the Vedas as revealed and accept the existence of self but does not accept the concept of existence of creator or destroyer God. Just as Nyaya-Vaisesikha school Mimamsa also distincts the self from the body, sense and the mind. In this school the soul is eternal and infinite substance. The school emphasizes on conducting moral duties (Dharma) properly. In Mimamsa, three type of karmas (actions) are there, 1. Nitya (obligatory) 2. Kamya (optional) 3. Prohibited. Liberation is possible to be gained by performing Dharma and stopping the regeneration of optional and prohibitory Karmas.   

Conclusion:

India has a long philosophical traditions. Most of the Indian philosophical schools overwhelmingly emphasizes on the moral conducts. These philosophical systems developed their own ideas, epistemological approach and hermeneutics in their own way, and played an interconnected role to each other. Diversity of thoughts and ideas in Indian philosophical systems also paved the way to later evolution of democratic values in the society and a harmony between human and nature. If one goes through deep inquiries towards the Indian philosophical systems he may find a vast ocean and a heavenly realm, full of valuable gems.

References:

  1. Samuel, Geoffrey, THE ORIGINS OF YOGA AND TANTRA, INDIC RELIGIONS TO THE THIRTEENTH CENTURY, First South Asian Edition 2009, (Delhi: Cambridge University Press), p.5.
  2. Majumder, Ramesh. Chandra, ANCIENT INDIA (Delhi: Motilal Banarasidass, 2018), p.33.
  3. Dasgupta, Surendranath, A History of Indian Philosophy, Vol. 1, (Cambridge Cambridge University Press, 1969), p.58.
  4. Hare, William Loftus, Mysticism of East and West, Studies in Mystical and Moral Philosophy, (London: Butler and Tanner, 1923) p.96.
  5. GUPTA BINA, AN INTRODUCTION TO INDIAN PHILOSOPHY, PERSPECTIVES ON REALITY, KNOWLEDGE, AND FREEDOM (NewYork: Routledge, 2012), p.76.
  6. Davids, Rhys, T. W., Buddhism: Its History and Literature. Edition 2021 (Delhi: Kaberi Books, 2021), p.105.
  7. Dasgupta, Surendranath, A History of Indian Philosophy, Vol.2, (Cambridge Cambridge University Press, 1969)
  8. Patanjali Yoga Sutra
  9. Dasgupta, Surendranath, A History of Indian Philosophy, Vol. 1, (Cambridge Cambridge University Press, 1969), p.365.

পার্বত্য জনপদের ঐতিহ্যবাহী বিঝু উৎসবের সাতকাহন

0

“হমলে দেজচান জুড়েব’ এবাক তারা ফিরি
হমলে বিজু খেবঙ বেক্কুনে মিলিজুলি!”

(কবে এই দেশ শান্ত হবে, কবে ফিরবে তারা
কবেইবা সবেমিলে একসাথে, বিঝু তে মিলবো মোরা!)

বিখ্যাত একটি চাকমা গানের কলি এটি। পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হওয়ার পূর্ববর্তী সময়ে পার্বত্য চট্টগ্রামে সরকারের বিরুদ্ধে শান্তিবাহিনীর বিদ্রোহ চলাকালে তিন পার্বত্য জেলা থেকে বহুসংখ্যক উদ্বাস্তু ভারতে শরণার্থী হিসেবে গিয়েছিল। এদিকে স্বদেশে থেকে যাওয়া তাদের আত্মীয়-স্বজন-জ্ঞাতি ভাইরা তাদের পুনঃপ্রত্যাবর্তন কামনা করছে এ আক্ষেপ নিয়ে যে কতদিন একসঙ্গে বিঝু খাওয়া হয় না। এটাই গানটির কলি দুটোর ভাবার্থ। এ থেকেই আমরা আঁচ পাই পার্বত্য জনজীবনে বিঝুর তাৎপর্য।

চৈত্র প্রায় শেষ হয়ে এলো। পাহাড়ী জনপদে এখন জুমচাষের জন্য জুম পোড়ানোর মৌসুম শুরু হয়েছে। বছরের এই সময়টায় পাহাড়জুড়ে হরেক পাখির কলতান, দখিনা সমীরণের সাথে বহমান নানা বর্ণিল ফুলের বাহারি সৌরভী এবং আসন্ন উৎসবের আমেজে নানা আয়োজনের সমাহার নিয়ে পাহাড়ে ফিরে আসে ঐতিহ্যবাহী বৈষুক, সাংগ্রাই, বিঝু, বিহু, বিষু-র আগমনী বার্তা। পার্বত্য চট্টগ্রামের ঘরে ঘরে এখন বৈষুক, সাংগ্রাই, বিঝু, বিহু, বিষু, সাংক্রান- এর উৎসব উৎসব আমেজ থাকার কথা থাকলেও চলমান বৈশ্বিক করোনা মহামারীর প্রাদুর্ভাবের কারণে এবছর পরিস্থিতি কিছুটা ভিন্ন।

তথাপিও পার্বত্য অঞ্চলের বহুশতাব্দী প্রাচীন এই ঐতিহ্যবাহী সামাজিক উৎসবের ক্ষণ চলে আসলেই পার্বত্য জনপদে ব্যাপকতর প্রাণচাঞ্চল্য শুরু হয়ে যায়। নতুন বছরকে স্বাগত জানাতে এবং পুরাতন বছরের সকল অপ্রাপ্তিকে ধুয়ে-মুছে নতুন দিনের শুভসূচনার আকাঙ্খায় পাহাড়ের ঘরে ঘরে চলে ব্যাপক প্রস্তুতি। গ্রামে গ্রামে, এলাকায় এলাকায় নানান আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয় পার্বত্য চট্টগ্রামের সবচেয়ে বড় সামাজিক উৎসব বৈষুক-সাংগ্রাই-বিঝু-বিহু-বিষু-সাংক্রান।

ত্রিপুরারা এই উৎসবকে বলেন বৈষু বা বৈষুক, মারমারা বলেন সাংগ্রাই, চাকমারা বিঝু, অহমিয়ারা বিহু, তঞ্চঙ্গারা বিষু এবং খুমী, খিয়াং, ম্রো- রা অভিহিত করে সাংক্রান নামে। বৈষুক-সাংগ্রাই-বিঝু এর আদ্যাক্ষর নিয়ে সাম্প্রতিক সময়ে “বৈ-সা-বি” হিসেবেও বেশ পরিচিতি পেয়েছে এই উৎসব। পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই উৎসবকে কেন্দ্র করে পাহাড় যেন আক্ষরিক অর্থেই নতুনরুপে সেজে ওঠে। তাই এই উৎসব কেবল আর উৎসব হয়েই থাকে না, রাজনৈতিক-অর্থনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সকলক্ষেত্রে প্রভাব বিস্তারকারী এই সামাজিক উৎসব একইসাথে সাক্ষ্য দিয়ে যায় পাহাড়ী জনপদের যুগান্তরের স্বকীয় সমাজ-সাংস্কৃতিক চেতনার অবিরাম বহমানতাও।

ফুলবিজুর দিনে ছড়া বা গাঙ এর পারে ফুল-বাতি দিয়ে গাঙপূজা বা গাঙবন্দনা। (ছবি: লেখক)


ঠিক কোন সময় থেকে এই বিঝু উৎসবের চল শুরু হয়েছে সে সম্পর্কে সুনির্দিষ্ট কোন তথ্য পাওয়া যায় না। তবে চাকমা সমাজে এই বিঝু উৎসব শতাব্দী প্রাচীন বলে ধরে নেওয়া যায়। চাকমাদের অন্যতম একটি প্রাচীন সাহিত্য উপাদান হচ্ছে “রাধামন ধনপুদি পালা”। চাকমাদের বিখ্যাত ব্যালাড সাহিত্য “রাধামন-ধনপুদি” পালাতে উল্লেখ আছে-

“পেক্কু ডগরের চিং চিং চিং
বজরর মাধান ওক্কো দিন
এচ্চে অলঅ বিঝু দিন।”

(পাখি সুর তুলে চিং চিং চিং
বছরের শেষে একটি দিন
আজকে তবে বিজুদিন।)

চাকমাদের সাহিত্য-সংস্কৃতি-লোকগানের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বিঝু। বিঝুগীদ বা বিঝুগান এবং বিঝুনৃত্যর চলও রয়েছে। অন্যদিকে ত্রিপুরা, মারমা, তঞ্চঙ্গ্যাসহ অন্যান্য জাতিগোষ্ঠীদের ক্ষেত্রেও দেখা যায় বৈষুক, সাংগ্রাই, বিষু- কে কেন্দ্র করে গড়ে উঠেছে সমাজ-সাংস্কৃতিক নানান প্রথা, রীতিনীতি ও উৎসব আয়োজন।

চাকমা সমাজে চৈত্রের শেষ দুই দিন এবং বাংলা নববর্ষের প্রথম দিন এই তিনদিনব্যাপী বিঝু উৎসব পালিত হয়ে থাকে। উৎসবের ১ম দিন ফুলবিঝু। এদিনে পাড়া, গ্রাম বা এলাকায় এলাকায় শিশু-কিশোর এবং তরুণরা বাড়ির চারপাশের আঙিনা নানান ফুলদিয়ে সাজিয়ে তুলে। গেরস্তরা ঘর পরিষ্কার করে। প্রাতঃসকালে আবাল-বৃদ্ধ-বণিতা পাহাড়ি ছড়া, গাঙ বা নদীতে ফুল দিয়ে পুজো দেয়। ইদানিংকালে অনেকে এটাকে “ফুল ভাসানো উৎসব” হিসেবে অভিহিত করে থাকলেও মূলত “ফুল ভাসানো উৎসব” বলে পৃথক কোন উৎসব নেই।

প্রকৃতপক্ষে কুয়ো, ছড়া, গাঙ বা নদী হচ্ছে খাবার এবং দৈনন্দিন ব্যবহার্য পানির উৎস। সেকারণে এসমস্ত পবিত্র স্থানকে ফুল দিয়ে এবং মোমবাতি জালিয়ে বছরের এই বিশেষ দিনে শ্রদ্ধা জানানো হয় এবং নানান মনোবাসনা পুরণ হওয়ার নিমিত্তে ছড়া, গাঙ বা নদীর কাছ থেকে বিশেষ প্রার্থনাও করা হয়। ছড়া, গাঙ বা নদী যদি কিছুটা স্রোতস্বীনি হয় সেক্ষেত্রে হয়তো কখনো কখনো পাড়ে/পাতায়/পাথরের উপর পুজো দেওয়া বুনোফুল ভেসে চলে যায়। তবে এটা কোনভাবেই ফুলভাসানো নয়।

সাধারণত কলাপাতা এবং একধরণের গুল্মজাতীয় বৃক্ষের পাতা “ভুরপাদা” প্রভৃতির উপর “ভাতঝড়া ফুল”, “তুরিং ফুল”, “রেবেক ফুল”, “কুরুক ফুল”, “মা লক্ষী মা ফুল” প্রভৃতি বুনোফুল সমাহারে মূলত পানির উৎস হিসেবে এবং নির্মল প্রকৃতির অবিচ্ছেদ্য উপাদান হিসেবে ছড়া,গাঙ বা নদীতে ফুল-বাতি দিয়ে পুজো তর্পণ করা হয়। এইদিনটা তাই ফুলবিঝু। পুজো-প্রার্থনা শেষে অনেকেই গাঙ/ছড়া/নদীর পানিতে স্নান সেরে নেয়। কেউ কেউ কিছুটা গভীর পানিতে ডুব দিতে পছন্দ করে। এসময় তারা স্বচ্ছ ও পরিষ্কার পানি পান করে যেটাকে “বিঝুগুলো” বলা হয়।

ফুলবিজুর দিনে কিশোর-কিশোরী এবং তরুণ-তরুণীরা দলবেধে ছড়া/গাঙ/নদী থেকে কলসিতে করে পানি সংগ্রহ করে, বৌদ্ধমন্দির বা প্যাগোডায় যেয়ে মহাকারুণিক বুদ্ধের প্রতিমূর্তি গুলো ধৌত করে পূণ্য সঞ্চয় করে এবং গ্রামের বয়োজৈষ্ঠজনদের স্নান করিয়ে দেয়, সালাম প্রদান করে এবং সুখী জীবনের জন্য আশীর্বাদ কামনা করে। কোথাও কোথাও বসে ঐতিহ্যবাহী “উভোগীদ” এবং “গেংখুলী গীদ” এর আসর। কোথাও কোথাও চলে নানান সনাতনী খেলাধূলার প্রতিযোগিতা, যেমন- “ঘিলেখারা” “নাদেংখারা” “গুদুখারা” “বলিখারা” প্রভৃতি।

বড়াপিদে, কলাপিদে, ভিনিহোগা ইত্যাদি পরিবেশনা করা হয় বিঝুর দিনে। ছবি: লেখক

চৈত্রের একেবারে শেষদিনটা মূলবিঝু। এদিনেই মূল উৎসব। এদিনে সর্বত্র যেন বয়ে বেড়ায় সীমাহীন আনন্দধারা। ক্ষণে ক্ষণে চারিদিক থেকে শোনা যায় বিশেষ প্রফুল্লধ্বনি “রেঙ”। এক ঘর থেকে অন্য ঘরের অথবা এক এলাকা থেকে হয়তো শোনা যায় অন্য এলাকার “রেঙ”। আবাল-বৃদ্ধ-বণিতা মেতে ওঠে অনাবিল আনন্দে। চারিদিকে প্রফুল্লতার আমেজে বয়ে যায় সমুজ্জ্বল সুবাতাস।

সমস্ত দিনব্যাপী ঘরে ঘরে নানান পিঠা, পানীয়, খানা-পিনার আয়োজন চলে। বন-পাহাড় থেকে সংগ্রহ করা নানান বনজ সবজি দিয়ে রান্না করা হয় “পাজন” নামের বিশেষ তরকারি। এইদিনে সবার জন্যই কমপক্ষে সাতটি ঘরের “পাজন” খাওয়ার বিশেষ প্রথা একটি চলমান। বিশ্বাস, এতে করে শরীরে কোন রোগ-ব্যাধি সহজে বাসা বাধতে পারে না। “পাজন” ছাড়াও প্রতিটি ঘরে ঘরে পরিবেশন করা হয় নানান পিঠা, যেমন- বিন্নি চাউল দিয়ে বানানো “বড়া পিদে”, “বিনিহোগা”, কলাপাতা দিয়ে বানানো “কলাপিদে” কিংবা আতপ চাউলের গুড়া, তালের রস এবং গূড় দিয়ে বানানো “সান্ন্যেপিদে”। এছাড়াও বয়োজৈষ্ঠজন বা অতিথিদের আপ্যায়ন করা হয় বিশেষ পানীয়, “দোচুয়ানি” “কানজি” এবং “জগরা” দিয়ে।

এরপরের দিন অর্থাৎ বাংলা পঞ্জিকার প্রথম দিনটাকে বলা হয় “গোজ্যেপোজ্যে দিন”। এদিনে অনেকে ঘরে বসে বিশ্রাম নেয়। পুরনো দিনের সকল অপ্রাপ্তি কাটিয়ে উঠে নববর্ষে সবকিছু নতুন করে সাজিয়ে নেওয়ার পরিকল্পনা করে। বিভিন্ন বৌদ্ধ বিহারে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকলের মঙ্গলের জন্য প্রার্থনা করা হয়। স্বচ্ছল গেরস্তরা ঘরে বুদ্ধের উদ্দেশ্যে আহারাদি পূজা দেয়। অনেকে সনাতনী প্রথার মত ঘরের মঙ্গল এবং সমৃদ্ধি কামনায় ধান বা চাউল রাখার জন্য যে মাটির কলসি/পাত্র বা বাঁশের “বারেঙ” থাকে সেখানে গরম ভাত এবং সিদ্ধ ডিম দিয়ে “মা লক্ষী” – র উদ্দেশ্যে পুজো দেয়। বিকেলে ঘরের চারিদিকে মোমবাতি জালানো হয় এবংকি লাকড়ি রাখার ঘর, গৃহপালিত পশু-পাখির ঘরেও মোমবাতি জালানো হয় যেন নববর্ষে গেরস্তের সবকিছুই সর্বদা উজ্জ্বল আলোয় আলোকিত থাকে। এভাবে চাকমারা তাদের অন্যতম সামজিক উৎসব যথাযোগ্যরুপে পালন করে থাকে। কখনো কখনো এই উৎসবের ব্যাপ্তি অনানুষ্ঠানিকরুপে সপ্তাহব্যাপী পর্যন্ত প্রসারিত হয়।

ত্রিপুরাদের বৈষু বা বৈষুক উৎসবও চাকমাদের বিঝু উৎসবের মতোন তিনদিনব্যাপী। হারি বৈষুক, বিষুমা এবং বিষিকাতাল। কিছুটা ভিন্নতা থাকলেও অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে মৌলিক চরিত্রগত মিল দেখা যায়। জুমপাহাড়ের ভাঁজে আবহমানকালের শতবর্ষী ত্রিপুরা পল্লী থেকে হয়তো ভেসে আসে-

বৈষুক, বৈষুক, বৈষুক
নংসে ইমুক সুখ
হারি বৈষু, বিষুমা, বিষিকাতাল
জনম, জনম নুঙ বাইদিদুক।

(বৈষুক তুমি সুন্দর মনোহর
ঘারি বৈষুক, বিষুমা, বিষিকাতাল জনমভরে ফিরে এসো আমাদের মাঝে)

সাংগ্রাই হচ্ছে মারমাদের বর্ষবরণ উৎসব। এই উৎসবের মধ্য দিয়ে মারমারা পুরাতন বছরকে বিদায় এবং নতুন বছরকে স্বাগত জানায়। বর্মী পঞ্জিকা অনুসারে বছরের শেষ তিন দিন এবং নতুন বছরের প্রথমদিনকে কেন্দ্র করে ৪ দিনব্যাপী মারমাদের সাংগ্রাই উৎসবের অন্যতম একটি আনন্দমুখর আয়োজন “জল উৎসব”। পুরাতনকে পবিত্র জল দিয়ে ধুয়ে-মুছে ফেলা এবং নতুন বছরকে স্বাগত জানানোই এর উদ্দেশ্য। সাংগ্রাইকে কেন্দ্র করে মারমাদের “জল উৎসব” এখন দেশ-বিদেশে বেশ পরিচিত।

নানান সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বিঝুকে কেন্দ্র করে বিভিন্ন আয়োজন করে থাকে।
ছবি: লেখক

সময়ের বিবর্তনে বিঝু উৎসব উদযাপনেও নানা পরিবর্তন এসেছে। আগেকার দিনের অনেক প্রচলিত প্রথা এখন তেমন আর দেখা যায় না। আবার বর্তমান সময়ে এসে আয়োজনের পরিধিতে নতুন করে যুক্ত হয়েছে বহুমাত্রিক ভিন্নতা। যাই হোক, বৈষু-সাংগ্রাই-বিঝ-বিহু-বিষু-সাংক্রান মানেই- চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা, অহমিয়া, খেয়াং, খুমী, ম্রো প্রভৃতি জাতিসমূহের নিজস্ব সাংস্কৃতিক চৈতন্যবোধে যেন সর্বদাই নতুন দিনের ডাক।

এসময় রাস্তায় রাস্তায়, দেওয়ালে দেওয়ালে স্থানীয় শিশু-কিশোর-যুবকরা নিজনিজ ভাষায় লিখতে থাকে “বিঝু মানে উৎসব, বিঝু মানে আনন্দ, বিঝু মানে চেতনা।” কিশোরী-যুবতী কিংবা রমণীরা নিজস্ব ঐতিহ্যবাহী অলঙ্কার, পোশাকের উজ্জ্বল স্বাতন্ত্রে নিজেদের সাজাতে ভালোবাসেন। বিভিন্ন সাহিত্য সংগঠনসমূহ প্রকাশ করে সাহিত্য প্রকাশনা, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো আয়োজন করে নানা বর্ণিল অনুষ্টান।

চাকমা, মারমা, ত্রিপুরাদের ন্যায় পার্বত্য চট্টগ্রামের অন্যান্য জাতিগোষ্ঠীদের বর্ষবরণ আয়োজনগুলোর মধ্যেও অনেক মৌলিক চরিত্রগত মিল দেখা যায়। এপ্রসঙ্গে বছরখানেক আগে চাকমা রাজা ব্যারিষ্টার দেবাশীষ রায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত “বিঝু, সাংগ্রাই, সংক্রান ও বিষুব সংক্রান্তি: দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের উৎসবের মিলের সন্ধানে” শীর্ষক এক লেখাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সংযোজন করেছেন। তিনি উল্লেখ করেছেন “আমরা একই বা নিবিড়ভাবে সম্পর্কযুক্ত বাংলা, উড়িয়া, বর্মি, থাই এবং নেপালি পঞ্জিকা পেয়ে থাকি।” তিনি আরো লিখেছেন,- “পৃথিবীর মানচিত্রে বিঝু প্রতিপালনকারী এলাকা খুঁজতে গেলে পূর্বে পাওয়া যায় কমবোডিয়া (এবং এমনকি ভিয়েতনাম ও চীনের ইয়ুনান প্রদেশ) এবং পশ্চিমে ভারতের উড়িষ্যা রাজ্য। আর অক্ষাংশের দিক থেকে দেখলে উত্তরে পাওয়া যায় ভারতের অরুনাচল প্রদেশ এবং দক্ষিণে মালয়েশিয়ার সীমান্তের নিকটবর্তী থাইল্যান্ড ও বর্মা (মায়ানমার) এর উপদ্বীপ অঞ্চল। যেই জাতিসমূহ এর ভিন্ন আঙ্গীকে বিঝুকে প্রতিপালন করে, তাঁদের রয়েছে ভিন্ন ভিন্ন ভাষা, ধর্ম বা আধ্যাত্তিক বিশ্বাস এবং সাংস্কৃতিক বৈশিষ্ঠ্য। তবে তাঁদেরকে একসাথে ধরে রেখেছে সেই লগ্ন, যখন সূর্য মেষ রাশির আঙ্গিনায় প্রবেশ করে।”

তাই আমরা বলতে পারি, বিষুব সংক্রান্তি বা বিষুবীয় সংক্রান্তিকে কেন্দ্র করে দক্ষিণ-পুর্ব এশিয়ার বহু জাতিসমূহ বহুকাল থেকে বিভিন্ন ভিন্ন ভিন্ন পঞ্জিকা অনুযায়ী বর্ষবরণ উৎসব করে থাকে এই সময়টাই। আর বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামেও শতাব্দীকাল ধরে প্রতিপালিত হয়ে আসছে বৈষুক-সাংগ্রাই-বিঝু-বিষু। সবাইকে বিঝুর প্রীতি ও শুভেচ্ছা।

“দিন গেল, মাজ গেল, মাজর পর বজর গেল
ঘুরি ফিরি-ঘুরি ফিরি, আরও এ বজরর পরানরওওওওর বিঝু এল!”

– (রণজিৎ দেওয়ান)

***লেখাটি ২০২১ সালের ১৪ই এপ্রিল দৈনিক বণিক বার্তায় প্রকাশ করেছিল। “বিঝু উৎসবের সাতকাহন” শিরোনাম দিয়ে লেখাটিতে বণিক বার্তা কিছু ছোটখাট সম্পাদনা করেছিল। পাঠকদের জন্য এখানে আমি আমার মূল লেখাটিই তুলে রাখছি।